হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
বাঙ্গালীর স্বাধীনতার আনুষ্ঠানিক বীজ বপিত হয়েছিল এই দিনে। তাই এই দিনটি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন।মুজিবনগর সরকারের শপথের মধ্য দিয়ে বাঙ্গালী জাতি স্বাধীন বাংলাদেশ বিনির্মানের বাস্তবায়ন দেখতে পেয়েছিল এবং তারা দ্বিগুন উৎসাহে স্বাধিকার আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল।
আজ রোববার ২ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য দেন সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম,প্রানীজ সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী,জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন কবীর,বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,জারু মিয়া,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,মাখন চকদার,যুবলীগ সভাপতি ফারুখ পাঠান,পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলমগীর হোসেন টিপু,প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, এস আই হুমায়ুন,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আজিজুন্নেসা খাতুন,কৃষ্ণ দেবনাথ,কৃষকলীগের সাবেক সভাপতি জামাল উদ্দীন,চেয়ারম্যান সোহেল,সাংবাদিক সানাউল হক চৌধুরী শামীম প্রমুখ।