মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মোহন বাশি দাস (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বুধবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মধ্য আন্দিউড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহন বাশি দাস মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উনাকে সিলেট নর্থইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ বোধ করলে মঙ্গলবার তিনি বাড়ি চলে আসেন। কিন্তু বুধবার সকালে আবার তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তিনি মারা যান। পরে তার পরিবার ও প্রশাসনের সহযোগীতায় মৃতদেহ সৎকার করা হয়। এ নিয়ে মাধবপুর উপজেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মাধবপুর পৌর শহরের কাটিয়ারা এলাকার একজন অবসরপ্রাপ্ত নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছিল।