মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০ টা থেকে ৪০০ গরিব ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি হারে চাল বিতরণ শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব দ্বিজেন আচার্য, এবং ইউনিয়ন পরিষদের সদস্য আবুল খায়ের, বদু মিয়া প্রমূখ।