মাধবপুর প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুরে বিশিষ্ট আলেম সুন্নি বক্তা হিসেবে পরিচিত ক্বারি মিজানুর রহমান আজিজী’র বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাত ২ টার দিকে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, মঙ্গলবার রাত ২ টার দিকে মিজানুর রহমান আজিজী’র বাড়ির কলাপসিবল গেইট ও দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে হাত বেধে একটি কামরায় এনে রাখে।তারপর হত্যার হুমকি দিয়ে ডাকাতরা জমি ক্রয়ের জন্য রক্ষিত নগদ ৫ লক্ষ টাকা, প্রায় ৪ ভরি সোনা এবং ৯ টি মোবাইল ফোন নিয়ে চলে যায়। ডাকাতদল চলে যাওয়ার পর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে ফোন করলে সাথে সাথে ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। বিস্তারিত জানার পর রাতেই অভিযান চালিয়ে ৩ সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এব্যাপারে কোনো মামলা দায়ের হয়নি। মিজানুর রহমান আজিজী জানান, পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে মামলা দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নিবেন। একই রাতে কিশোর গ্যাং এর ৪ সদস্য তেলিয়াপাড়া বাজারের ব্যাবসায়ী মালেক চৌধুরী রাতে বাড়ি ফিরার সময় টাকাপয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের বাড়ি থেকে লোকজন বেড়িয়ে আসেলে এরা পালিয়ে যায়। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় একটি মোবাইল ফোন ফেলে যায়। মোবাইলে সূত্র ধরে তাদের সনাক্ত করা হয়েছে। তবে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার জন্য চেষ্টা চলছে বিধায় এখনো কোন মামলা হয়নি বলে জানা গেছে। হঠাৎ করে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।