হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সবুজ মিয়ার মেয়ে সোনিয়া আক্তার পপি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় বিছানায় শুয়ে আছে। ১০ বছর ধরে বাবা নিখোজের পর মা আর এক মাত্র বোন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরী করে জীবন সংসারে গ্লানি টানতে হয়েছে। এ অবস্থায় পপির চিকিৎসার অর্থ জোগান দেয়া যখন পরিবারের অসম্ভব হয়ে পরেছে তখন তার পাশে দাড়িয়েছে ছাতিয়াইন ইউনিয়নের একটি অনলাইন ভিত্তিক প্রবাসী সংগঠন “নব জোয়ার তরুন সংগঠন”। শুক্রবার বিকালে পপির পরিবারের হাতে বিশ হাজার টাকার একটি চেক তুলে দেন সংগঠনের সদস্যরা। এ উপলক্ষে এক ছতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ কামরুল ইসলাম,সমাজ সেবক সহিদুল ইসলাম বাবু,সাংবাদিক জামাল মোঃ আবু নাছের,আশ্রাফ খান,আফসার আহম্মেদ চৌধুরী,পাভেল লস্কর,সোহাগ খা প্রমূখ। বক্তারা বলেন সংগঠনটি পপির মতো অনেক অসহায় রোগীকে আর্থিক সহযোগিতা করে মানবতার পরিচয় দিয়েছে।পরে সংগঠনের সদস্য আফছার আহম্মেদ চৌধুরী ও সোহাগ খাকে সংগঠনের চলমাা কার্যক্রমে অবদানের রাখায় সন্মাননা স্বারক প্রধান করা হয়়েছে।