হবিগঞ্জের মাধবপুরে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তার মাঝে প্রণোদনার চেক বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রণোদনার চেক বিতরন করা হয়।
করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ ৩টি সমিতির সমবায়ী ৯জন উদ্যোক্তাকে সাড়ে ৯ লাখ টাকা প্রণোদনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দীন তালুকদার ওয়াসীম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহম্মেদ, বি আরডিবি’র চেয়ারম্যান ফজলুর রহমান শাহ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী,মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা,প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান,তথ্য আপা মেরিনা নাসরিন,একাডেমিক সুপারভাইজার রোখসানা পারভীন প্রমুখ।