হবিগঞ্জের মাধবপুর গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অুনষ্ঠিত হয়েছে।
বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিনে এক বিভীষিকাময় রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন আহম্মেদ’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় মাধবপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও শিল্পকলা’র আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত।
উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিল্পকলার কর্মকর্তা ও শিল্পী,সাংবাদিকবৃন্দ ও সুধীজন।