মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের নোয়াগ্রাঁও এলাকায় শ্রী শ্রী গিরি ধারী মন্দিরের পিতলের মুর্তি, বিগ্রহের গয়না সহ নগদ টাকা চুরি হয়েছে। শনিবার (২০ জুন) দিবাগত রাতের কোন এক সময়ে চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত শনিবার রাতেও পুরোহিত মন্দিরে পুজো দেওয়ার পর তালা লাগিয়ে ঘরে চলে যান। রবিবার (২১ জুন) সকালে ফের তিনি মন্দিরে পুজো দেওয়ার জন্য এসে তালা খোলার পর চুরির বিষয়টি বুঝতে পারেন। মন্দিরের তালা খোলার পর দেখা যায় সমস্ত জিনিস ওলট পালট হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।মন্দিরের মূল ফটকের পাশে ছোট একটি দরজা আছে। সেই দরজার তালা ভেঙে চোরেরা মন্দিরে ঢুকে ২২কেজি ওজনের পিতলের মূর্তি,রূপার মুকুট,থালা বাসন,প্রণামী বাক্সের টাকা পয়সা সহ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। জানা যায় এটি এই এলাকার একটি পুরোনো মন্দির। খবর পেয়ে রবিবার সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন, মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ ,সিনিয়র সাংবাদিক সংকর পাল সুমন সহ সাংবাদিক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। মাধবপুর থানার পরিদর্শক ( তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন স্যার সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশের কয়েকটি টিম কাজ করছে।