মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ গৃহবধুর স্বামী আল আমীন (৩২)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মাধবপুর থানা পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বোরহানপুর গ্রামের জমশেদ মিয়ার ছেলে আল আমিন ২০০৮ সাল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিউড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে মাসুমা বেগম’কে বিয়ে করে। শনিবার (৬ জুন) বিকেলে আগুনে পুড়ে মাসুমার শরীর মারাত্মক ভাবে দগ্ধ হয়।চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ জানান, মাসুমার পরিবারের মৌখিক ভাবে অভিযোগ করে তাদের মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাই রবিবার (৭ জুন) সন্ধ্যায় আল আমিন’কে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।