মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর জন্মদিন উপলক্ষে মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী নাঈম বিন রাকিব এবং নজরুল ইসলাম রিমন এর নেতৃত্বে জগদীশপুর জেসি হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষ রোপণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন জগদীশপুর ইউপি ছাত্রলীগের নেতা নাঈম বিন রাকিব, নজরুল ইসলাম রিমন, মোস্তফা, কামাল, শাহিন, ফারুক, জীবন প্রমুখ। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রলীগ নেতা নাঈম বিন রাকিব বলেন, ৭ নং জগদীশপুর ইউপি ছাত্রলীগের সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রাখতে পারি এবং জগদীশপুর মাদক মুক্ত করতে পারি।