মাধবপুর প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুরে ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১০ টার দিকে মাধবপুর উপজেলার বাগাসুরা ইউনিয়নের বাখরনগর এলাকায় এক ব্যাক্তিকে বাড়ি যাওয়ার সময় ৩ ছিনতাইকারী ঝাপটে ধরে সবকিছু ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।এসময় সে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনতা ধাওয়া করে আব্দুল করিম (২০) ও আব্দুল হাসিম (২২) নামে দুই ছিনতাইকারীকে আটক করে। তবে তাদের সাথের কান্চন নামে আরেক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত আব্দুল করিম মাধবপুর উপজেলার বাগাসুরা ইউনিয়নের রাধাপুর গ্রামের মৃত হারুনর রশীদ এর ছেলে এবং আব্দুল হাসিম শায়েস্তাগঞ্জ উপজেলার আলিপুর এলাকার মৃত খুরশিদ মিয়ার ছেলে। পরে জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। মাধবপুর থানার এএসআই আতাউল গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি জনতা তাদেরকে আটক করে বেধে রেখেছে। আমরা আটককৃত ২ ব্যাক্তিকে থানায় নিয়ে যাচ্ছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, এই এলাকায় প্রায়ই চুরি ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা ঘটছে।