মাধবপুরে জুয়া খেলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকে হুমকি থানায় জি ডি।
রিপোর্টার
/ ৬০৯
বার
আপডেটের সময় :
সোমবার, ১৫ জুন, ২০২০
শেয়ার করুন
সাংবাদিক সৈয়দ শাহরুক সুমন
মাধাবপুর প্রতিনিধি।।
মাধবপুরে জুয়া খেলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকে কৌশলে হুমকি থানায় জি ডি।
গত ১২ জুন প্রেস নিউজ ২৪ ডটকম অনলাইন নিউজ পোর্টাল এ মাধবপুর চৌমুহনীতে জুয়ার আসর বসিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন কালন মিয়া শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি প্রকাশ হওয়ার সাথে সাথে সংবাদে অভিযুক্ত উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত হাচন আলীর ছেলে কালন মিয়া ও তার সহযোগীরা সাংবাদিক কে সায়েস্তা করার জন্য প্রভাবশালী মহলে দৌড় ঝাপ শুরু করেছেন বলে সংশ্লিষ্ট এলাকাবাসীর দেয়া তথ্যে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন অভিবাবক জানান, জুয়াড়ি কালন মিয়া ও তার সহযোগীরা সংবাদের প্রতিবেদক কে শায়েস্তা করতে লোহার রড নিয়ে রাস্তায় বসে থাকতে দেকেন তারা এমন কি কালন ও তার সহযোগীরা প্রতিবেদক কে বিভিন্ন কৌশলে প্রান নাশের হুমকি দিচ্ছে বলে তারা জনান।
এলাকার সচেতন মহলের দাবী তাদের ছেলেদের ভবিষ্যৎ ও অপরাধ মুক্ত সমাজের জন্য কালনের জুয়ার আসর উচ্ছেদ করা প্রয়োজন। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্ত ক্ষেপ কামনা করেন।
এ দিকে সংবাদটির প্রতিবেদক সৈয়দ সুমন আজ ১৫ জুন ঘটনার বিবরন উল্লেখ করে মাধবপুর থানায় একটি সাধারন ডায়রি করেন মাধবপুর থানার জি ডি নং ৬৭৯ তাঃ১৫. ৬ . ২০২০।
এ ব্যাপারে মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান আকাশ বলেন অপরাধের সংবাদ প্রকাশ করে কোন সাংবাদিক হুমকির সম্মুখীন হলে মাধবপুর প্রেস ক্লাব তার পাশে থাকবে। সাংবাদিক সৈয়দ সুমন কে