মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ।। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শতশত মানুষ লম্বা লাইন ধরে দাঁড়িয়ে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য ক্রয় করছেন। বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় লকডাউনের মাঝে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় গিয়ে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।
এরই ধারাবাহিকতায় শনিবার ( ১৬ মে) মাধবপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ন্যায্যমূল্যে টিসিবি’র লাইনে দাঁড়িয়ে শতশত মানুষকে টিসিবি’র পণ্য ক্রয় করতে দেখা গেছে।
এ সময় দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে। কিন্তু বেশিরভাগ লোক সামাজিক দুরত্ব বজায় না রেখে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ান । অনেকে আবার ধাক্কাধাক্কি করে লাইনের সামনে যাওয়ার চেষ্টা করেন।
তাই স্থানীয় পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় গিয়ে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য পেয়ে সন্তুষ প্রকাশ করে অনেকে সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যাপারে কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার অনুরোধ করেন। মাধবপুর উপজেলা টিসিবির ডিলার (মায়া ট্রেডার্স) সুমন কান্তি রায় জানান, ডিলারের মাধ্যমে টিসিবি সয়াবিন তেল ৮০ টাকা লিটার, ৫০ টাকা দরে ডাল, চিনি ৫০ টাকা ও পেয়াজ ২৫ টাকা দরে বিক্রি করছে।