শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহাবুদ্দিন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃসামছুল ইসলাম কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মঘর ইউনিয়নের সমাজ সেবক মোঃ সাইফুর রহমান টিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ফুটবল ফাইনাল খেলায় মুখোমুখি হয় দেবপুর আইডিয়াল ফুটবল একাদশ বনাম বিরসিংহপাড়া ফুটবল একাদশ।
দেবপুর আইডিয়াল ফুটবল একাদশ প্রথমে ১ গোল করে এগিয়ে যায়। পরে সমতায় পিরে বিরসিংহপাড়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে সমতায়। পরে ট্রাইবেকারে ফাইনাল খেলায় বিরসিংহপাড়া ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে জয় লাভ করে দেবপুর আইডিয়াল ফুটবল একাদশ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো: সামছুল ইসলাম কামাল।
খেলাটি পরিচালনা করেন ধর্মঘর ইউনিয়নের ক্রীড়াবিদ মোঃ সেলিম মিয়া। সহকারী ছিলেন মোঃ জাহিদুল ইসলাম ও সাফায়েত হোসেন।