মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধপুর উপজেলার মাধবপুর – মনতলা রোডের আলকপুর নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছে।
নিহতরা হলেন হবিগঞ্জ জেলার বাণিয়াচং উপজেলার কালিয়াচং গ্রামের জসিম উদ্দিন এর ছেলে মো: হাবিব মিয়া (৪০) ও নোয়াখালি জেলার রামগঞ্জ উপজেলার খানপুর গ্রামের মো: শফিউল্লাহর ছেলে মো: দিদার মিয়া (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়,রড বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তা দিয়ে যাওয়ার সময় মাটি বোঝাই একটি ট্রাক্টর রাস্তায় ওঠার সময় পিকআপ ভ্যানটিকে পাশ থেকে ধাক্কা দেয়। ফলে রড বোঝাই পিকআপ ভ্যানটি উল্টে খাদে পড়ে যায়।এসময় পিকআপ ভ্যানের উপরে থাকা হাবিব ও দিদার রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের লোকজন স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।