মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। রোববার (২৯ জুন) রাত দশটায় নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন এর ভবানীপুর গ্রামের মকসুদ আলীর ছেলে মাসুক মিয়া (৩৫) ও একই উপজেলার চৌমুহনী ইউনিয়ন এর কমলপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুমান মিয়া (২৫)।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, রাতে কুমিল্লা থেকে সিলেটগামী শুটকিবাহী একটি ট্রাকের বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাসুক ও রুমান আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালক কবির মিয়া (২৫) কে আটক করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। সে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খালেদ মিয়ার ছেলে। এ ব্যাপারে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।