মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি।। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামে পুকুর থেকে থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করার ফলে পাশের মোবারক মিয়ার ধানিজমি নষ্ট হইয়া পুকুরে পড়েছে। ধান জমির নষ্ট করার ঘটনায় বানেশ্বর গ্রামের হাজী আশরাফ আলীর ছেলে হাফেজ মোবারক বাদি হয়ে একই গ্রামের উসমান মিয়ার ছেলে লুৎফুর রহমান ও অলিউর রহমান সহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে মাধবপুর জানাবেন থানার উপ-পরিদর্শক এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাফেজ মোবারক জানান, লুৎফুর রহমান সহ কয়েকজন পূর্ব পরিকল্পীত ভাবে তার জমিটি নষ্ট করে ও দখল করার চেষ্টা করছে। একাধিকবার বাধা দেওয়ার পরও ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন করে। মাধবপুর উপজেলা প্রশাসন কয়েকবার অভিযান দিয়েছে। লুৎফুর রহমানের লোকজন গভীর নলকূপ চালু করে হাফেজ মিয়ার জমির উপরে নালা দেয় এতে হাফেজ মোবারকের ধানি জমি বেশ কিছু অংশ ভেঙ্গে যায়। হাফেজ মোবারকের পিতা জমির পাশে গিয়ে জমির ভাঙ্গা অবস্থা দেখে প্রতিবাদ করলে লুৎফুর রহমান ও অলিউর রহমান হাজী আশরাফ আলীর উপর হামলা করে আহত করে।
এ ব্যাপারে অভিযুক্ত লুৎফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মোবারক মিয়ার অভিযোগ মিথ্যা।
এ ব্যাপারে এসআই জহিরুল ইসলাম জানান, ঘটনাটি ও জমিটি সরজমিন গিয়ে দেখা হয়েছে। উধ্বর্তন কতৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।