মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাশিদা বেগম ( ৩০) নামে এক নারী ভাতিজার হাতে খুন হয়েছে।মঙ্গলবার ( ৩০ জুন) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি বেলঘর গ্রামের শামীম মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১ টার দিকে রাশিদার একটি ছাগল তার ভাসুর খলিল মিয়ার উঠোনের গিয়ে ঘাস খেয়ে ফেলে। এ ঘটনায় খলিল মিয়ার স্ত্রী ( রাশিদার জা) স্বপ্না বেগমের সাথে রাশিদার তর্কবিতর্ক শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে ভাসুরের ছেলে তানভির তার চাচী রাসিদার দিকে ইট ছুড়ে মারলে সেটা তার মাথায় লাগে। এতে রাশিদা গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে নেয়ার পর ৩ টার দিকে রাশিদা মারা যায়। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। ঘটনার পর থেকে খুনিরা পলাতক রয়েছে। পুলিশ তাদের আটকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের পরে মামলা দায়ের হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।