হবিগঞ্জের বাণী ডেস্ক : মাধবপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্মহীন অসহায়দের মাঝে বিজিবির মাধ্যমে ত্রাণ বিতরণ করেছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে এসব ত্রাণ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমভান্তবর্তী এলাকার বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য পাঠানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর মাধ্যমে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ৮ মে) সকালে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে উপজেলার হরষপুর, ধর্মঘর ও বড়জ্বালা বিওপি এলাকার ১৮০ জন অসহায় দারিদ্র লোকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো খাদ্যসহায়তার মধ্যে রয়েছে- চাল,আটা,ডাল,ছোলা, তেল, এক প্যাকেট সুজি ও লবণ।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ৫৫ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নাসির উদ্দিন চৌধুরী,সুবেদার মেজর হাবিবুর রহমান মুন্সি,ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন ,স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।