মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা দুর্ধর্ষ ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মনিরুল ইসলাম শুক্কুর (২৮) কে আটক করেছে পুলিশ। সোমবার ( ১৫ জুন) দুপুর ৩ টার দিকে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) কামরুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সুত্রে খবর পেয়ে রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মনিরুল ইসলাম শুক্কুর কে আটক করে । সে মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র। ইন্সপেক্টর কামরুল হাসান জানান, শুক্কুরের বিরুদ্ধে ৭ টি ডাকাতি মামলা রয়েছে। এরমধ্যে ৫ টি ডাকাতি মামলা কোর্টে চলমান ও ১ টি ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে এবং ১ টি ডাকাতি মামলা ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রে তদন্তাধীন আছে। মাধবপুর থানার পরিদর্শক (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।