হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মোঃ রাসেল মিয়া (২২) নামে এক প্রতিবন্ধী যুবক গুরুতর আহত হয়েছে। সে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের আব্দুল কাদির এর ছেলে।
আহতের ফুপাতো ভাই লিটন মিয়া জানান, রাসেল বাক ও মানসিক প্রতিবন্ধী। সে প্রায়শই ঘর থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতো, আবার ঘুরাঘুরি করে ফিরে আসতো। বৃহস্পতিবার (০৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে সে ঘরের দরজা খুলে বেরিয়ে যায়।
শুক্রবার (১০ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে তারা খবর পায় পার্শ্ববর্তী জগদীশপুর ইউনিয়নের ইটাখোলা রেলস্টেশনের নিকটে সে আহত অবস্থায় পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লিটন মিয়া আরও জানান, রাসেলের মাথা, চোখ, গলা ও গালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে বলে জানান তিনি।
ধারণা করা হচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে রেললাইন দিয়ে হেটে ইটাখোলা রেলস্টেশনের দিকে যাওয়ার সময় রাতের কোন এক সময় দুর্বৃত্তরারা তার উপর হামলা করে আহত করেছে। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ করা হননি। মাধবপুর থানার পরিদর্শক( ওসি) ইকবাল হোসেন জানান, এব্যাপারে আমাদের কাছে এখনো কোন অভিযোগ আসেনি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।