মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে ৫টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫ শ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।রোববার (২১ জুন) মাধবপুরে পৌরসভার রেড জোন এলাকার বাজারে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার।এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার বলেন, করোনা সংক্রমণ এড়াতে উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো ব্যবসায়ী দোকান খোলা রাখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।