স্টাফ রিপোর্টার :হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নতুন করে আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে মাধবপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। সোমবার (২২ জুন ) রাতে এতথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন। মাধবপুর স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত মাধবপুরে করোনা সনাক্ত হয়েছে ৭৫ জনের। এর মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্য রয়েছেন। শনাক্ত করোনা রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১১ জন। মৃত্যু হয়েছে একজন অবসরপ্রাপ্ত নারী স্বাস্থ্যকর্মীর (৬৫) । সোমবার রাতে নতুন সনাক্ত ২২ জনের রিপোর্ট ঢাকায় সরকারে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পজিটিভ আসে। এরমধ্যে মাধবপুর থানার ৯ জন পুলিশ সদস্য সহ ডাক্তার, ব্যাংক কর্মকর্তা রয়েছেন। নতুন সনাক্তদের মধ্যে পৌরসভার ১৭ জন, নয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের ১ জন, জগদীশপুর ইউনিয়নের বেজুড়়া গ্রামের ৩ জন ও চৌমুহনী ইউনিয়নের ১ জন রয়েছে।