স্টাফ রিপোর্টার :হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে মাধবপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। বুধবার (২৪ জুন ) রাতে এতথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন। মাধবপুর স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত মাধবপুরে করোনা সনাক্ত হয়েছে ৮৪ জনের। এর মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্য রয়েছেন। শনাক্ত করোনা রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১১ জন। মৃত্যু হয়েছে একজন অবসরপ্রাপ্ত নারী স্বাস্থ্যকর্মীর (৬৫) । বুধবার রাতে নতুন সনাক্ত ৯ জনের রিপোর্ট ঢাকায় সরকারে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পজিটিভ আসে। এরমধ্যে মাধবপুর পৌরসভার ফায়ার সার্ভিস এলাকার ৪ জন,পশ্চিম মাধবপুরের ১ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন রয়েছে। এছাড়া বহরা ইউনিয়নের ১জন,আন্দিউড়া ইউনিয়নের ১ জন ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার ১ জন আক্রান্ত রয়েছেন যিনি মাধবপুরে নমুনা দিয়েছিলেন পরিক্ষার জন্য।