মাধবপুরের নামিদামি তিনটি হোটেলকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছেন। সোমবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হোটেল হাইওয়ে ইন, আল আমিন ,পানসি তে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পানি ও ড্রিংসের মূল্য রাখা ও নোংরা পরিবেশে খাবার তৈরীর অপরাধে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করেন।