হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জেলা পুলিশের আয়োজনে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় পুলিশিং বিট কার্যালয়ে শনিবার সকাল ১০টা থেকে ‘সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে’ বিট পুলিশিং এর উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী জনসচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ একযোগে অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়ন পরিষদে ২নং বিট পুলিশিং কার্যালয়ে ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃসামছুল ইসলাম কামালের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ-যুবলীগের ধর্মঘর ইউপির শাখার সভাপতি মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ধর্মঘর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃফারুক আহমেদ পারুল।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মঘর বিট পুলিশিং কার্যালয়ের অফিসার মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আতিকুর রহমান ও সহকারী বিট অফিসার এটি এস আই মোঃশাহ-আলম চৌধুরী।
সংশ্লিষ্ট বিট এলাকার নারীদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও কর্মী, গ্রাম পুলিশ, মসজিদের ইমাম, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে সবাইকে নারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এটা আইন দিয়ে বন্ধ করা যাবে না। সমাজের সব স্থানে মানুষকে সচেতন হয়ে রুখে দাঁড়াতে হবে।