হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার ভাড়া বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ৬ ভরি স্বর্ণ, ৪ ভরি রুপা, একটি ট্যাপ ও নগদ ৫৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জান শ্যামলী আবাসিক এলাকার একটি প্লাটে ভাড়া থাকেন।
গত বৃহস্পতিবারের ভাড়া বাসা তালাবদ্ধ করে তিনি পরিবারের সকলকে নিয়ে গ্রামের বাড়ি নরসিংদীতে চলে যান। শনিবার (২৬.জুলাই) সকালে বাসায় এসে দেখেন তালা ভাঙা ও দরজা খোলা। ভিতরে প্রবেশ করে দেখতে পান, স্টীলের আলমারি ও ওয়ারড্রপের ড্রয়ার খোলা, কাপড় ছোপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দৃর্বৃত্তরা আলমারি ও ওয়ারড্রপে রাখা গলার স্বর্ণের নেকলেস, দুটি লকেট, একটি কানের দুল, ৪টি আংটিসহ স্বর্ণ ও রুপা, একটি ট্যাপ ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জান বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।