হবিগঞ্জের মাধবপুর পত্রিকা এজেন্টের ছেলে সু শংকর দেবনাথ (২৮)মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে ঢাকার নেয়ার পথে তিনি মারা যান ।মাধবপুর পৌর সভার ৩নং ওয়াডের বাসিন্দা ও মাধবপুর পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের ছোট ছেলে সুশংকর তার এক বন্ধু কে নিয়ে চট্রগ্রামের চন্দনায় তীর্থস্হানে যান। সেখানে প্রার্থনা শেষে বি বাড়িয়া রাতে পৌছে। সেখান থেকে মোটর সাইকেল যোগে রদ শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মাধবপুর ফেরার পথে ঘাটুরা নামক স্হানে দুর্ঘটনায় পতিত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। নিহতের ভাই শংকর জানান প্রথমে তাকে বি বাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তার অবস্হার অবনতি ঘটলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি তিনি।সুশংকর তার বাবা অসুস্ত হওয়ার পর পত্রিকার ব্যবসা দেখা শোনা করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সু শংকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ,দৈনিক হবিগঞ্জের বানীর বার্তা সম্পাদক জামাল মোঃ আবু নাছের,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান,প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর,আলাউদ্দিন আল রনি,সাংবাদিক আইয়ুব খান সহ অনেকেই। শোক বার্তায় তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।