প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শনিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাণীসম্পদ বিভাগের উপকার ভোগী উন্নত জাতের গবাদী পশু পাখির ৩৫টি স্টল বসানো হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় প্রঙ্গনে দিন ব্যাপী প্রদর্শনীতে প্রাণীসম্পদ বিভাগের বিভিন্ন সেবা মূলক স্টল থেকে প্রদর্শনীতে আসা পশু পাখি দের সেবা প্রধান করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে ও উপজেলা প্রানী সম্প্রসারণ কর্মকর্তা ডা.মো.মাজহারুল ইসলাম ও উপ সহকারী প্রানী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরিদ মিয়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,পৌরসভার মেয়র হাবিবুর রহমান,উপজেলার ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিলন মিয়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার আব্দুর রাজ্জাক,মাধবপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাব্বির হাসান প্রমূখ।
পরে প্রদর্শনীতে অংশ নেয়া বিজয়ীদের মাঝে সনদপত্র ও সম্মানি প্রদান করেন প্রধান অতিথি।
এর আগে ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড.গোলাম রাব্বানীর নেতৃত্বে প্রকল্পের বিভিন্ন কর্মকর্তারা প্রদর্শনী পরিদর্শন করেন।