মাধবপুরে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে আইসপ্যাক ও কুলবক্স বিতরন
জামাল মোঃ আবু নাছের:
/ ৩৫২
বার
আপডেটের সময় :
সোমবার, ৩ মে, ২০২১
শেয়ার করুন
পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের সেচ্ছাসেবীদের মাঝে আইসপ্যাক ও কুলবক্স বিতরন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা:মোহাম্মদ মিলন মিয়া সেচ্ছা সেবীদের হাতে আইসপ্যাক ও কুল বক্স তুলে দেন। এ সময় ১১টি ইউনিয়নের ১১জন সেচ্ছা সেবী উপস্থিত হয়ে আইসপ্যাক ও কুলবক্স গ্রহন করেন। বিতরনকালে উপস্থিত ছিলেন । উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো:মাজহারুল ইসলাম, উপ সহকারি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া প্রমূখ।