মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে বাড়ির উঠানে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে শুক্কুর মিয়া (৩০) নামে ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার পরিদর্শক (ওসি) ইকবাল হোসেন জানান, মীরনগর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে শুক্কুর মিয়ার ছেলে ও তার খালাতো বোনের ছেলে সুহেল মিয়া বাড়ির উঠানে ক্রিকেট খেলার সময় একটি ছক্কা হয়েছে কি হয়নি এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। পরে শুক্কুর আলী ও তার খালাতো বোন জুলেখা বেগমও এসে বাচ্চাদের সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের এক পর্যায়ে শুক্কুর মিয়া অসুস্থ হয়ে পরে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে নাক মুখ দিয়ে কিছু রক্ত বের হয়েছে। তাই কিভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত করে বলা যাবে।এ ঘটনায় পুলিশ নিহতের খালাতো বোন জুলেখা বেগম ও ভাগনে সুহেল মিয়াকে আটক করেছে।