মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভারতীয় ফেনসিডিল পাচারের সময় আব্দুল হামিদ (২২) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত আব্দুল হামিদ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও ( ইক্তেয়ারপুর) গ্রামের মো: মনজুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে ৫৫ বিজিবি’র তেলিয়াপাড়া বিওপি এর একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার শাহজাহানপুর গ্রামের রাস্তা থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ উল্লেখিত ব্যাক্তিকে আটক করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।