মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগান থেকে ২৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আশিক ভৌমিক (২৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে খোকন সাঁওতাল (৩৫), প্রবীন ভৌমিক (২২) ও বিকেন ভৌমিক ( ৩৫) নামে ৩ মাদক চোরাকারবারি পালিয়ে যায়। আটককৃত আশিক ভৌমিক মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের মানিক ভৌমিক এর ছেলে। পলাতক মাদক চোরাকারবারিরা একই এলাকার কলব সাঁওতাল এর ছেলে খোকন সাঁওতাল, কলব ভৌমিক এর ছেলে প্রবীণ ভৌমিক ও লব ভৌমিক এর ছেলে বিকেন ভৌমিক। বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এস এন এম সামীউজ্জামান চৌধুরী জানান, বৃহস্পতিবার ( ২ জুলাই) রাত ১:৩০ ঘটিকায় তেলিয়াপাড়া বিওপি’র নায়েক শ্রী মিন্টু কুমার ঘোষ এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের সীমান্তবর্তী মিশন লাইন এলাকা থেকে ২৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আশিক ভৌমিক নামে এক মাদক চোরাকারবারিকে আটক করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উল্লেখিত ৩ মাদক চোরাকারবারি পালিয়ে যায়। আটককৃত ব্যাক্তিকে মাধবপুর থানায় হস্তান্তরের প্রকৃয়া চলছে বলে তিনি জানান।