হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৪শ ৫৫ পিস ইয়াবাসহ আব্দুল মোতালেব শামীম (২২) ও মোঃ ফয়সল মিয়া (৩০) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে। আটক আব্দুল মোতালেব শামীম মাধবপুর উপজেলা শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মিয়া হোসেনের পুত্র ও ফয়সল মিয়া একই উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে নোয়াহাটি মোড়ে অভিযান চালিয়ে ১৪শ পিস ইয়াবাসহ আব্দুল মোতালেব শামীম কে আটক করে।
পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দ্রুবেশ এর নেতৃত্বে পুলিশের আরেকটি দল গোপন সূত্রে খবর পেয়ে জগদীশপুর তেমুনিয়া মোড়ে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ ফয়সল মিয়াকে আটক করে।
ইন্সপেক্টর গোলাম মোস্তফা উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।