হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের সকল ধরনের ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাবসায়ী নেতৃবৃন্দ। সরকার সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের দিকনির্দেশনা মেনে রবিবার ( ১০ মে) থেকে সীমিত আকারে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য গত (৫ মে) প্রজ্ঞাপন জারী করে। এর পরিপ্রেক্ষিতে মাধবপুর ব্যাবসায়ীদের সংগঠন মাধবপুর মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ এর সিদ্ধান্ত নিয়েছেন। মাধবপুর মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি শাহ মোঃ সেলিম জানান,বাজারের ক্ষূদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।সামাজিক দুরত্ব ও সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনেই সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যাবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে ব্যাবসায়ী নেতৃবৃন্দের এমন সিদ্ধান্তে হতবাক হয়েছে সচেতন নাগরিক সমাজ। বিশেষজ্ঞরা যখন বলছেন মে মাসে করোনা ভয়াবহ আকার ধারণ করবে, ঠিক এই মূহুর্তে এমন সিদ্ধান্ত আত্মঘাতী বলে মনে করছেন অনেকে।সরকারের সিদ্ধান্তের পরেও জনস্বার্থে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক সহ ঢাকার বেশির ভাগ মার্কেট, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয় সহ দেশের বেশিরভাগ ব্যাবসা প্রতিষ্ঠান ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী সংগঠনগুলো। তাই মাধবপুর ব্যাবসায়ী নেতৃবৃন্দের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।