মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি,
হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের সকল ধরনের ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ব্যাবসায়ী নেতৃবৃন্দ। প্রশাসন ও সচেতন নাগরিক সমাজের অনুরোধে ও মাধবপুর উপজেলা জনসাধারণের সুরক্ষার কথা চিন্তা করে ২৫মে পর্যন্ত শপিংমল,দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্চেন্ট এসোসিয়েশন, মাধবপুর। হবে।তবে ফার্মেসি, মুদি দোকান,ফলমূল ও কাচামালের দোকান যথারীতি খোলা থাকবে। এর আগে সরকার সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের দিকনির্দেশনা মেনে রবিবার ( ১০ মে) থেকে সীমিত আকারে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য গত (৫ মে) প্রজ্ঞাপন জারী করার পরিপ্রেক্ষিতে মাধবপুর ব্যাবসায়ীদের সংগঠন মাধবপুর মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। মাধবপুর মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি শাহ মোঃ সেলিম জানিয়েছিলেন,বাজারের ক্ষূদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।সামাজিক দুরত্ব ও সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনেই সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যাবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে ব্যাবসায়ী নেতৃবৃন্দের এমন সিদ্ধান্তে হতবাক হয়ে সচেতন নাগরিক সমাজ ও উপজেলা প্রশাসন মাধবপুর ব্যাবসায়ী নেতৃবৃন্দের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার অনুরোধ করলে, মার্চেন্ট এসোসিয়েশন, মাধবপুর তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ২৫ মে পর্যন্ত সব ধরনের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাবসায়ী নেতৃবৃন্দের এই সিদ্ধান্তে জনমনে স্বস্তি ফিরে এসেছে।