হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মেড়াশানী গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে।এনিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ১৬ মে বিকেলে উপজেলার মেড়াশানী গ্রামের ইছুব আলীর ছেলে ইদন মিয়ার সহিত ছোট ভাই মুফতি আহাদ মিয়ার (৩৫) টয়লেট তৈরি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া হয়।ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই ইদন মিয়া ছোট ভাই আহাদ মিয়াকে দা দিয়া এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
প্রতিবেশী ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় মুফতি আহাদ মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুফতি আহাদ মিয় মারা যান।