মাধবপুরে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ আব্দুল্লাহ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর উত্তর পাড়ার আব্দুর রহিম মুহরির পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ( ৯ অক্টোবর) সকাল সোয়া ৫টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার বৈকুন্ঠপুর চা বাগানে অভিযান চালায়। এ সময় ১০ কেজি ভারতীয় গাঁজাসহ আব্দুল্লাহকে আটক করা হয়।
ইন্সপেক্টর গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।