মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দীপংকর সরকার (৩৭) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। সে হবিগঞ্জ পৌর শহরের ঘাঁটিয়া বাজার এলাকার মৃত দূর্গাচরন সরকার এর ছেলে।
শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টায় মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রকিবুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দীপংকর সরকার কে আটক করে। মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।