‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান ‘ এ শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, চেয়ারম্যান ফারক পাঠান ,শহিদ উদ্দিন আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সাংবাদিক আয়ুব খান, মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খাইরুল হোসাইন মনু, ইউপি সদস্য নারায়ন কর্মকার, ব্যবসায়ী দুলাল মোদক, এস আই ফজলে রাব্বী প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতার সম্মনের প্রতি আঘাত আসলে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে। একটি মহল ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সহজ-সরল মানুষকে উসকে দিয়ে দেশে অস্তিরতা সৃষ্টি করে সরকারকে বিব্রত করতে চায়। এ ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার আহবান জানানো হয় এবং ভাস্কর্য ভাঙার সাথে জড়িত দের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তে দাবী করা হয় । সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি , বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।