সারাদেশের ন্যায় মাধবপুরে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ২০২০ উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়। ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আল মামুন।
জানা যায়, ৬ থেকে ১১ মাস এবং ১১ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত সকল শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আল মামুন বলেন, ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে |
তিনি বলেন, ভিটামিন ‘এ’ এর অভাবে যে সমস্ত রোগগুলো হয় সেই সমস্ত রোগ থেকে শিশুকে দূরে রাখার জন্য এই ক্যাম্পেইন সকলে মিলে সার্থক করতে হবে|