হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক বহনের দায়ে মো:রাকিব মিয়া (২৫) নামে এক ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত। রাকিব মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলিপুর গ্রামের জয়নাল আবেদিন এর পুত্র। মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই আতাউল জানান, বুধবার (১৩ মে) দুপুরে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রর ইন্সপেক্টর মোর্শেদ আলম নেতৃত্বে পুলিশের একটি দল ৩৪ পিস ইয়াবা সহ রাকিব মিয়াকে আটক করে মাধবপুর থানায় নিয়ে আসে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা প্রদানের পর তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।