হবিগঞ্জের বাণী ডেস্ক : মাধবপুর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড জালিয়াতির অভিযোগে এরশাদ মিয়া (৩৫) নামে এক ডিলারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত। এরশাদ মিয়া মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার এরশাদ মিয়া দীর্ঘদিন যাবত কার্ড জালিয়াতি করে প্রকৃত কার্ডের মালিকের চাল আত্মসাৎ করে আসছিল। এব্যাপারে ৫ জন কার্ডধারী ব্যাক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এর নিকট অভিযোগ করেলে বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১ টার দিকে আন্দিউড়া ইউনিয়ন পরিষদে এসে তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পান। তৎক্ষনাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এরশাদ মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তার ডিলারশিপ বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। যারা গরিবের চাল চুরি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।