মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার মাধবপুর বাজার, নয়াপাড়া বাজার,জগদীশপুর বাজার ও ছাতিয়াইন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল থেকে সারাদিন ব্যাপি নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ( ভূমি) আয়েশা আক্তার উপজেলার মাধবপুর বাজার, নয়াপাড়া বাজার,জগদীশপুর বাজার ও ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও সামাজিক দুরত্ব বজায় না রাখার অপরাধে ২৩ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সরকারের দিকনির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, মাধবপুরে করোনা ভাইরাসের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে ঔষধের দোকান, মোদি দোকান ও জরুরি কৃষিপন্যের দোকান ব্যাতিত সব ধরনের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।