মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালত এক মাদক চোরাকারবারিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছে। শুক্রবার (১২ ই জুন) সকাল ১০টার দিকে মাধবপুর থানার অন্তর্গত কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চেঙ্গার বাজার রেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১ কেজি ভারতীয় গাঁজাসহ ইসমাইল মিয়া (২৮) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার জয়ধরকান্দি গ্রামের মুসা মিয়ার ছেলে। পরে বিকেলে আটককৃত ইসমাইল মিয়াকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।