হবিগঞ্জের মাধবপুরে ওয়াহিদুল ইসলাম রনি (২৮) নামে এক মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২০ জুলাই) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ সাজা প্রদান করেন। দন্ডিত রনি নরসিংদী জেলার আলাপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।
এর আগে সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় কাসিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মস্তুুফার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চেঙ্গারবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করে।