মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে মোঃইউসুফ আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউসুফ আলী হবিগঞ্জ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামের মৃত হাবিবুর রহমান এর ছেলে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এ দণ্ড প্রদান করেন।
এর আগে ভোর ৬টার সময় কাসিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মস্তোফার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ধর্মঘর খাল গুদাম এলাকার এলজিইডি রাস্তার উপর অভিযান চালিয়ে দুই কেজিা ভারতীয় গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করে।পরে ভ্রামমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের সাজা দেন।