মাধবপুর উপজেলায় ৩৫ বোতল ভারতীয় মদ ও ৮ কেজি গাঁজাসহ দুই নেশা কারবারীকে আটক করেছে কাশিমনগর ফাঁড়ি পুলিশ। আটক ২ জন হলেন- মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের মোঃ আব্দুর রশিদ এর ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৫) ও সোয়াবই গ্রামের মৃত মিজান চৌধুরীর ছেলে মোঃ আল আমিন (৩৩)।
শনিবার দিনগত (৪ অক্টোবর) রাত ২টায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলী আশরাফের নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফা ও এ এস আই রানা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আলমগীর (৩৫) এর বসত ঘর থেকে নেশা সামগ্রীসহ তাদের আটক করেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলী আশরাফ জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।