মাইটিভির হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রতিনিধি রাজীব দেব রায় রাজুকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।এ ব্যাপারে রাজীব দেব রায় রাজু মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। তিনি হবিগঞ্জের বানীকে বলেন কে বা কারা তার নামে হুবহু একটি ফেইজবুকে একটি একাউন্ট খোলেন। বিষয়টি তার নজরে আসলে তিনি তার ব্যাক্তিগত আইডিতে একটি সতর্কতামূলক পোষ্ট করেন। বৃহস্পতিবার (১ মার্চ) সকালে ভুয়া আইডি থেকে সাংবাদিক রাজীব দেব রায় রাজু কে একটি ম্যাসেজ দিয়ে মালু বলে গালিগালাজ করে তাকে সাতছড়ি বনে একা যেতে বলেন।এসময় তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মাাধবপু প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান।রাজীব দেব মাধবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।