মাধবপুরে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন রোধে মামনি হাসপাতালে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে বৃহস্পতিবার (২৮-মে) বিকালে মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মামনি হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আতিকুর রহমান জীবানুনাশক টানেলটি উদ্বোধন করেন।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সফিকুল ইসলাম, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, মাধবপুর প্রেসক্লাবের বর্তমান সেক্রেটারি সাব্বির হাসান, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল হোসেন খাঁন, হাসপাতাল ভবনের মালিক মাসুক মিয়া প্রমুখ।
মামনি হাসপাতালের পরিচালক মাধবপুর প্রেসক্লাবের সহ সভাপতি আবুল খায়ের জানান, হাসপাতালে কর্মরত চিকিৎসক,স্টাফ ও আগত রোগীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা মাথায় রেখে আমরা এই টানেলটি স্থাপন করেছি।